বিদ্যালয়ে পর্যাপ্ত বই সম্বলিত একটি পাঠাগার আছে। ছাত্র-ছাত্রীরা পাঠাগার থেকে বই ধার করে বাড়ীতে নিয়ে গিয়ে পড়তে পারে। একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পাঠাগারটি তত্ত্বাবধান করেন।আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য আরো একটি আলাদা পাঠাগার আছে। সেখান থেকেও ছাত্র-ছাত্রীরা বই ধার নিয়ে পড়তে পারে।
বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধাও পর্যাপ্ত কম্পিউটারসহ একটি কম্পিউটার ল্যাব রয়েছে। একজন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক ল্যাবটি পরিচালনা করে থাকেন।
বিদ্যালয়ে পর্যাপ্ত সুবিধা সম্বলিত বিজ্ঞানাগার আছে। সেখানে বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা ব্যবহারিক ক্লাশ করতে পারে।
আবাসিক বিদ্যালয় হিসেবে সারা বছর বিদ্যালয়ে এবং আবাসিক ভবনে বিভিন্ন অনুষ্ঠান ও সহপাঠক্রমিক কার্যক্রম চলমান থাকে।বার্ষিক অনুষ্ঠান ছাড়াও একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন প্রতিযোগিতা ও সহপাঠক্রমিক কার্যক্রম যেমন: চিত্রাংকন, বিতর্ক্, দেয়ালিকা প্রকাশনাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের সুবিধা রয়েছে। সকল ক্লাশ সমূহ সম্ভব না হলেও বিশেষ বিশেষ ক্লাশসমূহ মাল্টিমিডিয়ার দ্বারা ক্লাশ নেয়া হয়।মাল্টিমিডিয়া ক্লাশের জন্য শিক্ষকরা প্রশিক্ষণ পেয়েছেন।
বিদ্যালয়ের নিজস্ব সুপরিসর খেলার মাঠ রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও ঋতু অনুসারে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে বসবারত সকল ক্ষুদ্র জনগোষ্ঠির ছেলে-মেয়েরা লেখাপড়া করতে আসে। তাই এখানে বহুজাতিক সাংস্কৃতিক পরিমন্ডল বিদ্যমান। সাপ্তাহিক ছুটির দিনে(সপ্তাহে একদিন) ছাত্র-ছাত্রীরা নাচ, গান, তবলা, গিটার ও কীবোর্ড্ ইত্যাদি শেখার সুযোগ পায়।
আমাদের বিদ্যালয়ে স্কাউটস ও গার্লস গাইডের উপর প্রশিক্ষিত শিক্ষক আছেন। ছাত্র-ছাত্রীদেরকে স্কাউটস ও গার্লস গাইডের উপর প্রশিক্ষণ দেয়া হয়। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রশিক্ষণ শিবির ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
প্রত্যেক বছর দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকেও শ্রেণি ভিত্তিক স্থানীয় বা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়।