৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অশোক কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক বাঞ্ছিতা চাকমা। সহকারী শিক্ষকা জিমি ত্রিপুরা ও বিজয়া চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) জটিল বিহারী চাকমা।
প্রধান বক্তা অধ্যাপক বাঞ্ছিতা চাকমা সমাজ ও দেশ গঠনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মন্তব্য করেন, জন্মের পরপরই মানব শিশু ও পশু ছাবকের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু ছাবকের পশু হওয়ার জন্য কোনো চেষ্টা করতে হয় না; কিন্তু মানব শিশুকে মানুষ হওয়ার জন্য নিরন্তর চেষ্টা করতে হয়। আর মানব শিশুর এ মানুষ হওয়ার যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেন শিক্ষকরা। তিনি আরো মন্তব্য করেন, একজন ভালো শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। তাই কোনো শিক্ষার্থীর জীবনে ভালো শিক্ষক পাওয়া পরম সৌভাগ্যের বিষয়।
উল্লেখ্য, মূলত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনেস্কোর কর্তৃক ১৯৬৬ সালে ৫ অক্টোবর তারিখে সর্ব প্রথম শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত সুপারিশমালা গ্রহণ করা হয়। এ দিবসটিকে স্মরণ করে ১৯৯৪ সালে ইউনেস্কোর অধিবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস ঘোষণা করা হয়। এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল সদস্য রাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়।
“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” – এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২৪ সালে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজেও বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।