নিউজ / ইভেন্ট

অভিভাবক সভা অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৪, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ-এর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী) অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অশোক কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধালংকার মহাথের ও গভর্নিং বডির সদস্য ভেনা: বুদ্ধদত্ত মহাথের।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অরূপন বিকাশ বড়ুয়া। তিনি অভিভাবক সভার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, ২০২৫ সালে এপ্রিল মাসের মাঝামাঝি হতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থী ভালো ফল করতে পারে সে ব্যাপারে বিদ্যালয়ের প্রস্তুতি ও পরিকল্পনার কথা অভিভাবকদের সামনে তুলে ধরতে এ সভা আহবান করা হয়েছে। তিনি আশা করেন, অভিভাবকরা তাঁদের মতামত দিয়ে এ এসএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবেন।

প্রধান অতিথির বক্তৃতায় গভর্নিং বডির সভাপতি বলেন, কেবল শিক্ষকরা দায়িত্ব পালন করলে হবে না, এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিতভাবে পড়ার টেবিলে ধরে রাখা এবং তাদের পড়ালেখার অগ্রগতি তদারক করতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের সার্বিক সহযোগিতা ছাড়া এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়।

অধ্যক্ষ বলেন, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ১০০% পাসের লক্ষ্য নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর ২০২৪ হতে ৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বিশেষ কোচিং ক্লাস, কাউন্সেলিং ও নিয়মিতভাবে মক টেস্টের মাধ্যমের সকল শিক্ষার্থীর পড়ালেখার অগ্রগতি মূল্যায়ন করা হবে। এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা যাতে পড়ার টেবিল থেকে বিচ্ছিন্ন না থাকে, সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এবং আবাসিক ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনী পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য - এ তিনটি বিভাগে মোট ১৯২ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে।