নিউজ / ইভেন্ট

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞানমনস্ক হতে হবে এবং বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।’ ৪ জুন ২০২৩ মোনঘর আবাসিক বিদ্যালয়ের সম্মেলনে আয়োজিত ‘বিজ্ঞান ও গণিত মেলা’য় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান একথা বলেন।

‘বিজ্ঞানের সাথে গণিতের বাস, চর্চাতে হোক মেধার বিকাশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের মত এবারেও মোনঘর আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে ‘বিজ্ঞান ও গণিত মেলা ২০২৩’-এর আয়োজন করা হয়। একই সাথে ‘বিদ্যালয় বার্ষিকী ২০২২’-এর মোড়কও উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের ও মোনঘরের নির্বাহী নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার শুরুতে মেলা লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুপন বিকাশ বড়ুয়া। বিজ্ঞান ও গণিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জটিল বিহারী চাকমা।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও গণিতের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এছাড়াও বর্তমান নতুন শিক্ষাক্রমের সাথে শিক্ষার্থীরা যাতে সহজেই মানিয়ে নিতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এ মেলার প্রকল্পগুলো তৈরি করা হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা দলগতভাবে এ মেলায় প্রকল্প উপস্থাপন করে। তারা বিজ্ঞানে ১৪টি এবং গণিতে ১২টি প্রকল্প উপস্থাপন করে। উপস্থাপিত বিজ্ঞান প্রকল্পের বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নবায়নযোগ্য জ্বালানী, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজ্ঞান ও গণিত মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত গণিত ও বিজ্ঞান প্রকল্পগুলো ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন বিষয়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করেন।

 

শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ বিজ্ঞান ও গণিত মেলা শেষ হয়।