প্রতিষ্ঠানের অবকাঠামো
প্রতিষ্ঠানের অবকাঠামো
-
- একাডেমিক ভবন-১: দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবন। এখানে ১৮টি কক্ষ আছে। এছাড়া রয়েছে ১টি লাইব্রেরী কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ২টি অফিস কক্ষ ও ১টি অধ্যক্ষের অফিস কক্ষ।
- একাডেমিক ভবন-২: এটি ‘ডগলাস এ ক্যাম্পবেল’ একাডেমিক ভবন নামে পরিচিত। ৩তলা বিশিষ্ট এ একাডেমিক ভবনটি ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা হয়। এখানে ১৫ কক্ষ আছে। এই ভবনে উপাধ্যক্ষের অফিস কক্ষ ১টি, শিক্ষক মিলনায়তন কক্ষ ১টি, হলরুম ১টি, অফিস সহকারী কক্ষ ১টি এবং অন্য বাকীগুলো শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহার করা হয়।
- একাডেমিক ভবন-৩: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০১৯ সালে এটি নির্মাণ করা হয়। এখানে ১৮টি কক্ষ আছে। সেগুলোর মধ্যে ১টি অফিস কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ১টি কনফারেন্স হল ও ১টি অধ্যক্ষের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বাকী কক্ষগুলো শ্রেণিকক্ষ ও বিজ্ঞানাগার হিসেবে ব্যবহার করা হয়।
ছাত্রাবাস
- ছাত্রাবাস- ৮ টি, করুনা ভবন, প্রজ্ঞা ভবন, সিদ্ধার্থ ভবন, দীপ্তি ভবন, সুহৃদ ভবন-১, সুহৃদ ভবন-২, শান্তি ভবন, কৃষ্ণ কিশোর ভবন।
ছাত্রীনিবাস
- ছাত্রীদের জন্য আলাদা কম্পাউন্ড আছে। ছাত্রীদের জন্য ৩টি পাকা ভবন আছে। ২টি ভবন ৩-তলাবিশিষ্ট এবং অন্যটি দ্বোতলা।
# |
শিরোনাম |
বিবরণ |
১. |
প্রতিষ্ঠানের অবকাঠামো |
বিবরণ
|